ভারতীয় সুপারফুড একাধিক ভারতীয় খাবার শরীরের পক্ষে খুবই উপকারী। রোগ-বালাই থাকে দূরে।

আমলা পুষ্টিকর ফল, যা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে।

আমলায় রয়েছে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইবার এই ফল মেটাবলিজমের হার বাড়াতে সাহায্য করে এবং শরীরের প্রদাহ রোধ করে।

একাধিক মশলা স্বাস্থ্যের পক্ষে উপকারী

এই তালিকায় রয়েছে- গোলমরিচ, জিরে, ধনে, মৌরি, মেথি।

জিরে

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ-সহ বিভিন্ন উপকারে লাগে।

গোলমরিচ

হাড়ের স্বাস্থ্য ঠিক রাখে। মেটাবলিজম বাড়াতে সাহায্য করে।

মৌরি ত্বক স্বাস্থ্যকর রাখে, ওজনে সহায়তা করে।

মেথি ডায়াবেটিসের ঝুঁকি কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

তুলসি শুকনো হোক, টাটকা বা গুঁড়ো- সব আকারেই কার্যকর।

তুলসির কার্যকরিতা

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ডায়াবেটিসের রোগীদের পক্ষে ভাল।