Image Source: Pexels

সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতে কোন কোন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে দেখে নিন।

Image Source: Pexels

মোটোরোলা এজ ৩০ আলট্রা- আগামী ১৩ সেপ্টেম্বর মোটোরোলার এই ফোন লঞ্চ হবে ভারতে।

Image Source: Pexels

মোটোরোলা এজ ৩০ ফিউশন- মোটোরোলা এজ সিরিজের এই ফোনও ১৩ সেপ্টেম্বরই ভারতে লঞ্চ হবে।

Image Source: Pexels

রিয়েলমি নারজো ৫০আই প্রাইম- রিয়েলমির এই ফোনও ১৩ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Image Source: Pexels

রিয়েলমি সি৩০এস- ১৪ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৩০এস ফোন।

Image Source: Pexels

আইকিউওও জেড৬ লাইট ৫জি- আইকিউওও সংস্থার এই ৫জি ফোন ভারতে লঞ্চ হবে ১৪ সেপ্টেম্বর।

Image Source: Pexels

রিয়েলমি জিটি নিও ৩টি- আগামী ১৬ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমির এই ফোন।

Image Source: Pexels

অর্থাৎ মোটোরোলার দুটি, রিয়েলমির তিনটি এবং আইকিউওও সংস্থার একটি ফোন লঞ্চ হতে চলেছে।

Image Source: Pexels

মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনে থাকতে চলেছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর।


আইকিউওও জেড৬ লাইট ৫জি- বিশ্বে সবার প্রথম এই ফোনেই থাকতে চলেছে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর।