সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতে কোন কোন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে দেখে নিন। মোটোরোলা এজ ৩০ আলট্রা- আগামী ১৩ সেপ্টেম্বর মোটোরোলার এই ফোন লঞ্চ হবে ভারতে। মোটোরোলা এজ ৩০ ফিউশন- মোটোরোলা এজ সিরিজের এই ফোনও ১৩ সেপ্টেম্বরই ভারতে লঞ্চ হবে। রিয়েলমি নারজো ৫০আই প্রাইম- রিয়েলমির এই ফোনও ১৩ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। রিয়েলমি সি৩০এস- ১৪ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৩০এস ফোন। আইকিউওও জেড৬ লাইট ৫জি- আইকিউওও সংস্থার এই ৫জি ফোন ভারতে লঞ্চ হবে ১৪ সেপ্টেম্বর। রিয়েলমি জিটি নিও ৩টি- আগামী ১৬ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমির এই ফোন। অর্থাৎ মোটোরোলার দুটি, রিয়েলমির তিনটি এবং আইকিউওও সংস্থার একটি ফোন লঞ্চ হতে চলেছে। মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনে থাকতে চলেছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। আইকিউওও জেড৬ লাইট ৫জি- বিশ্বে সবার প্রথম এই ফোনেই থাকতে চলেছে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর।