Image Source: Pexels

আপনার ফোনের বয়স বৃদ্ধির সঙ্গে কী ফোন স্লো হয়ে গিয়েছে?

Image Source: Pexels

ফোনের স্পিড বাড়াতে কয়েকটি সহজ কাজ করতে পারেন।

Image Source: Pexels

একদম নতুনের মতো না হলেও কিছুটা স্পিড বাড়বে ফোনের।

Image Source: Pexels

অ্যান্ড্রয়েড এবং আইফোন, দু'ধরনের ফোনের ক্ষেত্রেই এইসব ট্রিকস প্রয়োগ করে দেখতে পারেন।

Image Source: Pexels

প্রথমেই ফোনের মধ্যে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে ফেলা প্রয়োজন।

Image Source: Pexels

ফোন একদম লেটেস্ট সফটওয়্যার ভার্সানে আপডেট রাখা প্রয়োজন।

Image Source: Pexels

অ্যান্ড্রয়েড হোক বা আইফোন, ফোন আপডেট রাখা খুবই প্রয়োজনীয় বিষয়।

Image Source: Pexels

ফোনে প্রচুর ভিডিও, সিনেমা ডাউনলোড করে না রাখাই ভাল। প্রয়োজনে অন্য ডিভাইসে ব্যাকআপ রাখতে হবে।

Image Source: Pexels

ফোনের ব্রাউজার ক্যাশে ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার রাখা প্রয়োজন।

Image Source: Pexels

যদি ফোন একেবারেই স্লো হয়ে যায় তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার।

Thanks for Reading. UP NEXT

আগামী সপ্তাহে ভারতে আসছে এই ফোনগুলি

View next story