আপনার ফোনের বয়স বৃদ্ধির সঙ্গে কী ফোন স্লো হয়ে গিয়েছে? ফোনের স্পিড বাড়াতে কয়েকটি সহজ কাজ করতে পারেন। একদম নতুনের মতো না হলেও কিছুটা স্পিড বাড়বে ফোনের। অ্যান্ড্রয়েড এবং আইফোন, দু'ধরনের ফোনের ক্ষেত্রেই এইসব ট্রিকস প্রয়োগ করে দেখতে পারেন। প্রথমেই ফোনের মধ্যে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে ফেলা প্রয়োজন। ফোন একদম লেটেস্ট সফটওয়্যার ভার্সানে আপডেট রাখা প্রয়োজন। অ্যান্ড্রয়েড হোক বা আইফোন, ফোন আপডেট রাখা খুবই প্রয়োজনীয় বিষয়। ফোনে প্রচুর ভিডিও, সিনেমা ডাউনলোড করে না রাখাই ভাল। প্রয়োজনে অন্য ডিভাইসে ব্যাকআপ রাখতে হবে। ফোনের ব্রাউজার ক্যাশে ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার রাখা প্রয়োজন। যদি ফোন একেবারেই স্লো হয়ে যায় তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার।