২২ মার্চ বিশ্ব জল দিবস জল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে এবং জল অপচয় কমাতে বার্তা দেওয়া হয় এই দিনে ১৯৯২ সালে প্রথম UN-General Assembly-তে বিশ্ব জল দিবস পালনের জন্য একটি রেজোলিউশন নেওয়া হয়েছিল। তারপরে ২২ মার্চকে বিশ্ব জল দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৯৩ সালে প্রথম এই দিনটি পালিত হয়েছিল। UN-এর মতে এখন বিশ্বে প্রতি ৪ জনের মধ্যে অন্তত ১ জন পরিস্রুত পানীয় জল পান না। জলঘটিত নানা রোগে বিশ্বের নানা দেশে বহু মৃত্যু ঘটে। OECD-এর মতে ২০৫০ সালের মধ্যে বিশ্বে জলের চাহিদা অন্তত ৫৫ শতাংশ বাড়বে। বিশ্বে ভবিষ্যতে জলের সমস্যা আরও মারাত্মক আকার ধারণ করবে বলেই আশঙ্কা বিজ্ঞানীদের। বিপদ কাটিয়ে ওঠা যাবে? নাকি জলের সঙ্কটের কাছে মাথা নোয়াতে হবে? উত্তর লুকিয়ে সচেতন পদক্ষেপে।