Image Source: PTI

২২ মার্চ বিশ্ব জল দিবস

Image Source: PTI

জল সংরক্ষণের গুরুত্ব বোঝাতে এবং জল অপচয় কমাতে বার্তা দেওয়া হয় এই দিনে

Image Source: Pexels, Pixabay

১৯৯২ সালে প্রথম UN-General Assembly-তে বিশ্ব জল দিবস পালনের জন্য একটি রেজোলিউশন নেওয়া হয়েছিল।

Image Source: Pexels, Pixabay

তারপরে ২২ মার্চকে বিশ্ব জল দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Image Source: Pexels, Pixabay

১৯৯৩ সালে প্রথম এই দিনটি পালিত হয়েছিল।

Image Source: Pexels, Pixabay

UN-এর মতে এখন বিশ্বে প্রতি ৪ জনের মধ্যে অন্তত ১ জন পরিস্রুত পানীয় জল পান না।

Image Source: Pexels, Pixabay

জলঘটিত নানা রোগে বিশ্বের নানা দেশে বহু মৃত্যু ঘটে।

Image Source: Pexels, Pixabay

OECD-এর মতে ২০৫০ সালের মধ্যে বিশ্বে জলের চাহিদা অন্তত ৫৫ শতাংশ বাড়বে।

Image Source: Pexels, Pixabay

বিশ্বে ভবিষ্যতে জলের সমস্যা আরও মারাত্মক আকার ধারণ করবে বলেই আশঙ্কা বিজ্ঞানীদের।

Image Source: Pexels, Pixabay

বিপদ কাটিয়ে ওঠা যাবে? নাকি জলের সঙ্কটের কাছে মাথা নোয়াতে হবে? উত্তর লুকিয়ে সচেতন পদক্ষেপে।