২৮ এপ্রিল পালিত হয় International Workers' Memorial Day দিনটি International Commemoration Day for Dead and Injured workers নামেও পরিচিত। ২০০৩ সাল থেকে ILO ২৮ এপ্রিলের এই দিনটি পালন করা শুরু করে। ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে যোগ রয়েছে দিনটি পালনের জুন ২০২২, ILO-এর মৌলিক নীতি, কর্মক্ষেত্রে অধিকারের কাঠামোতে 'নিরাপদ এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশ' বিষয়টি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছিল এই বছর দিনটির থিম- Workplace Stress: a collective challenge ওয়ার্ল্ড ট্রেড ইউনিয়ন-এর আবেদনে ২০০৩ সালে ILO কর্মক্ষেত্রে সুরক্ষা এবং স্বাস্থ্যের জন্য- এই দিনটি পালন শুরু করেছিল। তৎকালীন জার্মানির শাসক বিসমার্ক প্রথম শুরু করেছিলেন German Statutory Accident Insurance. এর উপর ভিত্তি করেই USA ও ইউরোপে এই আইন তৈরি হয়েছে। আন্তর্জাতিক শ্রম সম্মেলন রেজোলিউশন, ২০২২-এ- 'নিরাপদ এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশ'-মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত হয়েছে। দিনটি পালনের মাধ্যমে বিভিন্ন দেশের সরকারের কাছে বার্তা দেওয়া হয় যাতে শ্রমিকদের নানা অধিকার আইনিপথে সুনিশ্চিত করা হয়। ভারতে শ্রমিকরা Workmen’s Compensation Act 1923-এর আওতায় আসেন। এছাড়াও আরও কিছু আইন রয়েছে।