Image Source: PTI, Getty

২৮ এপ্রিল পালিত হয় International Workers' Memorial Day

Image Source: PTI, Getty

দিনটি International Commemoration Day for Dead and Injured workers নামেও পরিচিত।

Image Source: PTI, Getty

২০০৩ সাল থেকে ILO ২৮ এপ্রিলের এই দিনটি পালন করা শুরু করে। ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে যোগ রয়েছে দিনটি পালনের

Image Source: PTI, Getty

জুন ২০২২, ILO-এর মৌলিক নীতি, কর্মক্ষেত্রে অধিকারের কাঠামোতে 'নিরাপদ এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশ' বিষয়টি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছিল

Image Source: PTI, Getty

এই বছর দিনটির থিম- Workplace Stress: a collective challenge

Image Source: PTI, Getty

ওয়ার্ল্ড ট্রেড ইউনিয়ন-এর আবেদনে ২০০৩ সালে ILO কর্মক্ষেত্রে সুরক্ষা এবং স্বাস্থ্যের জন্য- এই দিনটি পালন শুরু করেছিল।

Image Source: PTI, Getty

তৎকালীন জার্মানির শাসক বিসমার্ক প্রথম শুরু করেছিলেন German Statutory Accident Insurance. এর উপর ভিত্তি করেই USA ও ইউরোপে এই আইন তৈরি হয়েছে।

Image Source: PTI, Getty

আন্তর্জাতিক শ্রম সম্মেলন রেজোলিউশন, ২০২২-এ- 'নিরাপদ এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশ'-মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত হয়েছে।

Image Source: PTI, Getty

দিনটি পালনের মাধ্যমে বিভিন্ন দেশের সরকারের কাছে বার্তা দেওয়া হয় যাতে শ্রমিকদের নানা অধিকার আইনিপথে সুনিশ্চিত করা হয়।

Image Source: PTI, Getty

ভারতে শ্রমিকরা Workmen’s Compensation Act 1923-এর আওতায় আসেন। এছাড়াও আরও কিছু আইন রয়েছে।