ষাট পেরিয়েও দুরন্ত চমক স্কাইডাইভিংয়ে পরপর ২ দিনে জোড়া রেকর্ড USA-তে ১০১ ষাটোর্ধ্বের বিশ্ব রেকর্ড তৈরির দাবি ক্যালিফোর্নিয়ার আকাশে শৈল্পিক দক্ষতার ছবি সংগঠনটার নাম Skydivers Over Sixty,তাদের তরফেই গোটা আয়োজন ওই ১০১ জন ষাটোর্ধ্ব স্কাইডাইভার মাঝ আকাশে ফর্মেশনও করেছেন। তার জেরেই ২টি বিশ্ব রেকর্ড ভেঙেছেন বলে জানিয়েছে ওই সংস্থা। চার বারের চেষ্টায় ওই ১০১ জন স্কাইডাইভার স্নো-ফ্লেক ফর্মেশন তৈরি করেছেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি স্কাইডাইভিং পরিকাঠামো দেওয়ার সংস্থা Skydive Perris ছবিগুলি শেয়ার করেছে