Image Source: জাহ্নবী কাপুরের ইনস্টাগ্রাম

কেরিয়ারের মেয়াদ সেই অর্থে খুব বড় নয়। কিন্তু এর মধ্যেই নানা রূপে দেখা গিয়েছে জাহ্নবী কাপুরকে।

সামনেই উৎসবের মরসুম। তার আগে ভিন্ন 'লুক'-এ দেখা গেল তাঁকে।

সাদা শিফন শাড়িতে নজরকাড়া ছিলেন শ্রীদেবী-তনয়া।

মাল্টিকালার্ড শেডস-এ 'ফ্লোরাল প্যাটার্ন'-র শাড়িতে দুরন্ত লাগছিল তাঁকে।

হালে একটি মণীশ মলহোত্রা হলুদ শাড়িতেও সেজেছিলেন জাহ্নবী।

সাদা ফ্লোরাল এমব্রয়েডরি করা ব্লাউজে সেই শাড়িতেও দুরন্ত লেগেছে তাঁকে।

জাহ্নবীর শাড়ি-প্রেম অবশ্য নতুন নয়।

নানা সময়ে নানা ভাবে শাড়ির সঙ্গে সেজেছেন 'ধড়ক'-র নায়িকা।

তবে উৎসবের আগে শুধু শাড়ি নয়, আরও কয়েকটি ফটোশুটে সেজে উঠেছে তাঁর প্রোফাইল।

শর্ট বডি হাগিং ড্রেস, সঙ্গে মানানসই আই মেক আপ! এই লুকেও মোহময়ী হয়ে উঠেছিলেন তিনি।