চলতি মাস অর্থাৎ অক্টোবরের শুরুর দিকে রিলায়েন্স জিও ৫জি পরিষেবার বিটা ট্রায়াল শুরু করেছিল।

মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লি, ভারতে এই চার বড় শহরে শুরু হয়েছিল জিও ৫জি বিটা ট্রায়াল।

অবশেষে আনুষ্ঠানিক ভাবে রিলায়েন্স জিও-র হাই-স্পিড ৫জি সার্ভিস লঞ্চ হল দেশে।

চলতি বছরেই ভারতের বিভিন্ন বড় শহরে যেমন- দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে রিলায়েন্স জিও গোষ্ঠীর।

এর পাশাপাশি আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে ভারতের প্রতিটি কোণায় ৫জি পরিষেবা পৌঁছে দিতে চায় রিলায়েন্স জিও সংস্থা।

এর মধ্যেই আবার শোনা গিয়েছে, জিও লেটেস্ট ভার্সানের ৫জি যাকে বলা হচ্ছে standalone 5G- সেটিও চালু করবে।

জিও লেটেস্ট ভার্সানের ৫জি যাকে বলা হচ্ছে standalone 5G- এর অন্য নাম ‘Jio True 5G’।

রিলায়েন্স জিও-র পাশাপাশি ভারতে ৫জি পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল টেলিকম সংস্থাও।

এয়ারটেলের তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে।

ফোনে সফটওয়্যার আপডেটের নোটিফিকেশন পেলে তবেই ৫জি সার্ভিসের সুযোগ সুবিধা পাওয়া যাবে।

Thanks for Reading. UP NEXT

২৫ লাখ জেতার প্রলোভন, ফাঁদে পা দিলেই সব ফাঁকা

View next story