দীপাবলির সময় থেকেই পুরনো আইফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ। আইওএস ১০ এবং আইওএস ১১ পরিচালিত আইফোনে বন্ধ হয়ে যাবে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। আইফোনে হোয়াটসঅ্যাপ চালু রাখতে হলে আইওএস ১২ বা নতুন ভার্সানের আইওএস প্রয়োজন। যাদের ফোনে এখনও আইওএস ১০ বা আইওস ১১ রয়েছে তারা সফটওয়্যার আপডেট করে নিন। যাঁদের আইফোন ৫ বা আইফোন ৫সি রয়েছে তাঁরা সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ফোনেই আগের মতো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। যাঁরা এখনও আইফোন ৪ বা আইফোন ৪এস ব্যবহার করছেন তাঁদের ক্ষেত্রে এবার নতুন ফোন কেনার সময় এসে গিয়েছে। কারণ আইফোন ৪ বা আইফোন ৪এস-এ হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও পুরনো অপারেটিং সিস্টেম সাপোর্ট করে না হোয়াটসঅ্যাপ। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.১ এবং তার চেয়ে বেশি ভার্সানের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করে হোয়াটসঅ্যাপ। লেটেস্ট অপারেটিং সিস্টেম থাকা ডিভাইসেই কাজ করে হোয়াটসঅ্যাপ।