Image Source: Pexels

চুলের গ্রোথের জন্য অর্থাৎ চুলের বৃদ্ধির জন্য অনেকেই বিভিন্ন ধরনের নিয়ম মেনে চলেন।

Image Source: Pexels

কারও ভরসা ঘরোয়া পদ্ধতিতে, কেউ বা চুলে লাগান বিভিন্ন ধরনের বাজারচলতি প্রোডাক্ট।

Image Source: Pexels

তবে হেয়ার গ্রোথের জন্য বেশ কিছু ফলের রস নিয়মিত খেতে পারেন।

Image Source: Pexels

এইসব ফল দিয়ে বিভিন্ন ধরনের স্মুদি বা শেক বানিয়ে খেলেও চুলের উপকার হবে।

Image Source: Pexels

বাইরে থেকে অনেক কিছু না লাগিয়ে বরং খাবার খেয়ে চুলে পুষ্টি যোগানো ভাল।

Image Source: Pexels

পালংশাকের রস খেলে চুলের বৃদ্ধি ভালভাবে হয়। এর মধ্যে রয়েছে আয়রন, ম্যাগনেসিয়াম, কপার, পটাসিয়াম ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণ।

Image Source: Pexels

চুলের বৃদ্ধিতে সাহায্য করে স্ট্রবেরির রস। ভিটামিন বি৯, ভিটামিন সি ও পটাসিয়াম রয়েছে এখানে, যা দ্রুত গতিতে চুলের বৃদ্ধি করে।

Image Source: Pexels

শশার রস- শশায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা হেয়ার ফলিকলগুলোয় পুষ্টির যোগান দেয়। ফলে চুল তাড়াতাড়ি বাড়ে।

Image Source: Pexels

Banana Shake- কলার মধ্যে থাকা প্রোটিন চুলের গঠন এবং গুণমান ভাল রাখতে সহায়তা করে। এর পাশাপাশি চুল বাড়ে ও নতুন চুল গজায়।

Image Source: Pexels

গাজরের রস- গাজরে থাকা ভিটামিন এ এবং ই হেয়ার ফলিকলে পুষ্টি যোগান দেয়। চুল বাড়াতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।