Image Source: pixabay.com

ওজন কমানোর ডায়েটে পনির কিংবা টোফু রাখেন। কোনটা বেশি স্বাস্থ্যকর? টোফু নাকি পনির? সে সম্পর্কে বিশদে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Image Source: pixabay.com

টোফুও একধরনের পনির। আর এই পনির তৈরি হয় সোয়াবিনের দুধ থেকে, স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি টোফু

Image Source: pixabay.com

এতে রয়েছে ফ্যাট, কার্বোহাইড্রেটস, নানা রকমের ভিটামিন এবং মিনারেলস, মধুমেহ প্রতিরোধ করতে টোফুর জুড়ি মেলা ভার

Image Source: pixabay.com

বিভিন্ন প্রকার হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে টোফু, এতে থাকা উপকারি উপাদান রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়

Image Source: pixabay.com

ওজন কমাতে দারুণ উপকারী টোফু, হাড় মজবুত রাখতে সাহায্য করে

Image Source: pixabay.com

গরু কিংবা মোষের দুধ থেকে তৈরি হয় পনির, এটিকে অনেক জায়গায় ইন্ডিয়ান কটেজ চিজও বলা হয়

Image Source: pixabay.com

পনির স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে , হাঁপানির সমস্যা কমাতে, হিমোগ্লোবিনের বৃদ্ধিতে সাহায্য করে

Image Source: pixabay.com

ব্রঙ্কাইটিসের মতো অসুখকেও প্রতিরোধ করে পনির, দৃষ্টিশক্তি উন্নত করতে, স্মৃতিশক্তি প্রখর করতে এবং শিশুদের দ্রুত বৃদ্ধিতে এর জুড়ি মেলা ভার

Image Source: pixabay.com

ওজন কমাতে সাহায্য করে পনির। হাড় এবং দাঁত মজবুত রাখে, হাড়ের বিভিন্ন রোগের ঝুঁকি কমায়

Image Source: pixabay.com

বিশেষজ্ঞদের একাংশের দাবি, বেশ কিছু ধরনের ক্যানসারও প্রতিরোধ করতে সাহায্য করে পনির