Image Source: PIXABAY

ধূমপান থেকে বায়ুদূষণ, সম্মিলিত দাপটে ফুসফুসদুটোর হাল কী হচ্ছে খেয়াল করেছেন?

ফুসফুসে ক্যানসারের বাড়বাড়ন্ত দেখে এ দিকে সবিশেষ নজর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।

লাং ক্যানসার শব্দবন্ধটি শুনলেই ভয়ে হাত পা ঠাণ্ডা হয়ে আসে। কিন্তু আমরা রোগটা সম্পর্কে ঠিক কতটুকু জানি?

ধূমপান ক্যানসারের অন্যতম কারণ তো বটেই। কিন্তু তা ছাড়া রোগটি নিয়ে আরও কিছু বিষয় মনে রাখা দরকার।

'ওয়ার্ল্ড লাং ক্যানসার ডে'-তে সেই বিষয়গুলিই আরও এক বার খেয়াল করিয়ে দিতে চেয়েছেন বিশেষজ্ঞরা।

পরিসংখ্যান বলছে, শুধু লাং ক্যানসারে মৃতের সংখ্যা কোলন, লিভার ও স্তন ক্যানসারে সম্মিলিত মৃত্যুর তুলনায় বেশি।

বাকি ক্যানসারের মতো এখানেও যখন কোষ বিভাজনের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়, তখনই কর্কটের অশনি সঙ্কেত দেখা দেয়।

দীর্ঘমেয়াদে ধূমপান ফুসফুসে অস্বাভাবিক পরিবর্তন করতে পারে।

তা ছাড়াও অবশ্য বহু ক্ষেত্রে ফুসফুসে ক্যানসারের প্রকোপ দেখা যায়।

এক্ষেত্রে উপায় একটাই। নিয়মিত লাং ক্যানসার-স্ক্রিনিং। বিশেষত যাঁরা ধূমপান করেন বা করতেন, তাঁদের জন্য অত্যন্ত জরুরি এটি।