Chronic Kidney Disease, চিকিৎসক মহলে পরিচিত CKD নামে, অনেকসময়ই কিডনি ফেলইয়রের কারণ হতে পারে ।



কিডনির গুরুতর সমস্যার সিগন্যাল কিন্তু অনেক সময় খুব সাধারণ। তাই লোকে বোঝেই না সমস্যাটা কিডনির।



পরিসংখ্যান বলছে, ভারতে জনসংখ্যার ১০% এরও বেশি দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত।



ভারতে প্রতি বছর এক লাখেরও বেশি রোগীর কিডনি ফেল করে।



উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের রোগীদের কিডনির অসুখ হওয়ার ঝুঁকি বেশি ।



কিডনি ফেলইয়রের পারিবারিক ইতিহাস থাকলেও কিডনির রোগের ঝুঁকি বেশি ।



ক্লান্ত বা দুর্বল বোধ করতে পারেন রোগী , কাজে মনোনিবেশ করা কঠিন করে তুলতে পারে।



রক্তাল্পতায় ভুগতে পারেন, যা দুর্বলতা এবং ক্লান্তি সৃষ্টি করতে পারে।



টক্সিন প্রস্রাবের মাধ্যমে বেরোতে পারে না। এর ফলে ঘুমের অসুবিধা হতে পারে।



কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের ত্বকে খুব চুলকানি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।



বুকে চাপ এবং ব্যথা অনুভব হতে পারে। শ্বাস নিতে কষ্ট হতে পারে।



চোখের চারপাশে ফোলাভাব , গোড়ালি ও পা ফুলতে পারে। পেশীতে ক্র্যাম্পিং হয়।