ঝাল তেল মশলা যুক্ত খাবার অনেকেই পছন্দ করেন, শুধু স্বাদ নয় রয়েছে একাধিক গুণ

Published by: ABP Ananda

মেটাবলিজ়ম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে ঝাল যুক্ত খাবার

Published by: ABP Ananda

তেল মশলা যুক্ত খাবার সামগ্রিকভাবে ক্যালোরি কমাতে পারে

Published by: ABP Ananda

নিয়মিত মশলাযুক্ত খাবার হার্টের রোগের আশঙ্কা কমাতে পারে

Published by: ABP Ananda

মশলাযুক্ত খাবারে ক্যাপসাইসিন প্রদাহ কমাতে পারে, ফলে কোলেস্টেরলের মাত্রাও কমে

Published by: ABP Ananda

সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে মন চাঙ্গা করতে কার্যকরী এই ধরনের খাবার, মানসিকভাবেও সুস্থ রাখে

Published by: ABP Ananda

নাক বন্ধ হয়ে থাকলে এই ধরনের খাবার উপকারী, এমনকী সাইনাস কমাতেও পারে

Published by: ABP Ananda

প্রাকৃতিকভাবে ব্যথা নিরাময় করতে পারে, ফলে নিয়মিত খেলে মিলতে পারে ফল

Published by: ABP Ananda

মুখের স্বাদ পরিবর্তন করতে সক্ষম, মাঝেমধ্যেই এই ধরনের খাবারে মন হয় ভাল

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda