ফিল্মের সেট নয়, রিয়্যালিটি শো-র মঞ্চে বিচারক হিসেবে এই ভাবেই দেখা গেল মাধুরী দীক্ষিতকে। একই মঞ্চে ছিলেন নোরা ফতেহি-ও। 'গ্ল্যামার কোশেন্ট' আকাশছোঁয়া! টানা ৫ বছর টানাপড়েনের পর শুরু হল 'ঝলক দিখলা জা' সিজন ১০। প্রথম দুই পর্বেই প্রতিযোগীদের দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ তারকা-বিচারকরা। এবার মাধুরী ও নোরা ছাড়াও তারকা বিচারক হিসেবে রয়েছেন চিত্রপরিচালক কর্ণ জোহর। তবে সেটে ঢোকার আগে এভাবেই চিত্রসাংবাদিকদের চোখ ধাঁধিয়ে গেলেন মাধুরী। লাল শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজে দুরন্ত লাগছিল 'ধক ধক গার্ল'-কে। রেট্রো লুকের মাধুরীর পাশাপাশি মুগ্ধ করেছেন নোরা ফতেহিও। বলিউডে এর মধ্যেই তাঁর নৃত্যশৈলী যথেষ্ট সাড়া ফেলেছে। ডান্স রিয়্যালিটি শো-তে এবার বিচারকের আসনে নোরা।