Image Source: PIXABAY

শীতের সন্ধ্যা মানেই আরাম, আনন্দের মেজাজ!

স্রেফ আলসেমি নয়, নানা ভাবে কাটানো যেতে পারে শীতের সন্ধ্যা।

ছিমছাম 'ক্যান্ডেললাইট ডিনার' করতে চান? আদর্শ হতে পারে শীতের সন্ধ্যা।

কখনও এই সময়ে মাথার উপরের খোলা আকাশটা দেখেছেন? চোখ ফেরাতে পারবেন না।

শীত মানেই কেক-কুকিজ! কিন্তু বাইরে থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলা যায় তো?

খাবার 'প্যাক' করে কাছেপিঠে কোথাও বেরিয়ে পড়া যেতে পারে। জমিয়ে চড়ুইভাতির জন্য শীতের সন্ধ্যাই আদর্শ কিনা।

কিছু প্ল্যান না থাকলে বিকেলের দিকে হাঁটতে বেরিয়ে যেতে পারেন।

চা বা কফি নিয়ে গল্পের বইয়ের পাতা খুলে বসে পড়ুন। দিব্যি লাগবে।

কম্বলের ভিতর সিঁধিয়ে যাওয়ার বিকল্প তো সব সময় রয়েছে।

মোটের উপর জমাটি খাওয়াদাওয়া থেকে আনন্দ, সবেরই প্রশস্ত সময় এই শীতের সন্ধ্যা।