Image Source: Pexels, Pixabay

গরমের সময় শরীর ঠান্ডা রাখার জন্যই নানা চেষ্টা করা হয়। কাজে আসবে পুদিনা।

Image Source: Pexels, Pixabay

পুদিনা পাতা শরীর ঠান্ডা রাখতে ভীষণ উপকারী।

Image Source: Pexels, Pixabay

স্ট্রেস দূর করতে কাজে লাগে। রক্তের কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

Image Source: Pexels, Pixabay

পুদিনা পাতায় থাকা অ্যান্টি অক্সিড্যান্ট পদার্থ রক্ত সরবরাহের মাত্রা ঠিক রেখে ত্বক ভাল রাখতে সাহায্য করে।

Image Source: Pexels, Pixabay

ত্বকে বলিরেখা, ভাঁজ পড়া থেকে বাঁচায় পুদিনা পাতার গুণ। এতে স্যালিসিলিক অ্যাসিড এবং ভিটামিন এ রয়েছে।

Image Source: Pexels, Pixabay

হজম ভাল করতে সাহায্য় করে পুদিনা। পাচনের উপযোগী বিভিন্ন উৎসেচক তৈরিতে সাহায্য করে।

Image Source: Pexels, Pixabay

ঠিকমতো পুষ্টি সংগ্রহ করলে, শরীরের মেটাবলিজম ঠিক থাকে। তার জন্য ওজনও নিয়ন্ত্রণে থাকে।

Image Source: Pexels, Pixabay

ঠান্ডা, সর্দি লাগা থেকে বাঁচতেও কার্যকরী পুদিনা। এতে মেন্থল থাকে।

Image Source: Pexels, Pixabay

রক্তচাপ নিয়ন্ত্রণেও কাজে লাগে পুদিনার পুষ্টিগুণ।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন।