ভারতে মোটোরোলা কোম্পানি তাদের Edge সিরিজ বিস্তার করতে চলেছে।
ABP Ananda

ভারতে মোটোরোলা কোম্পানি তাদের Edge সিরিজ বিস্তার করতে চলেছে।

সম্প্রতি জানা গিয়েছে ভারতে দুটো মোটোরোলা Edge সিরিজের ফোন লঞ্চ হবে।
ABP Ananda

সম্প্রতি জানা গিয়েছে ভারতে দুটো মোটোরোলা Edge সিরিজের ফোন লঞ্চ হবে।

মোটোরোলা Edge ৩০ আলট্রা এবং মোটোরোলা Edge ৩০ ফিউশন- এই দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে।
ABP Ananda

মোটোরোলা Edge ৩০ আলট্রা এবং মোটোরোলা Edge ৩০ ফিউশন- এই দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে।

জানা গিয়েছে, মোটোরোলা Edge সিরিজের এই দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ১৩ সেপ্টেম্বর।

জানা গিয়েছে, মোটোরোলা Edge সিরিজের এই দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ১৩ সেপ্টেম্বর।

মোটোরোলা Edge ৩০ আলট্রা ফোনে প্রথমবারের জন্য বেশ কিছু ফিচার লঞ্চ হতে চলেছে।

এই ফোনে থাকতে চলেছে ২০০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সেনসর।

তার সঙ্গে থাকতে পারে ৬.৭ ইঞ্চির কার্ভড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হতে পারে।

অন্যদিকে মোটোরোলা Edge ৩০ ফিউশন ফোনে থাকতে পারে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর।

এছাড়াও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে।

ABP Ananda


ইউরোপে ইতিমধ্যেই মোটোরোলা Edge সিরিজের এই দুই ফোন লঞ্চ হয়েছে।