দীপাবলির মধ্যেই বদলে যেতে পারে পরিস্থিতি। দেশের চার মহানগরে শুরু হতে চলেছে ৫জি পরিষেবা।
যা নিয়ে কিছু প্রশ্ন জাগছে গ্রাহকদের মনে। ৪জি সিমেই কি পাবেন ৫জি সার্ভিস ?
Jio ও Airtel 5G সংযোগের জন্য বেশি টাকা চার্জ না করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানের 4-জি ট্যারিফে 5-G র আরও ভাল পরিষেবার সুবিধা নিতে পারবেন গ্রাহক।
জিও ও এয়ারটেলের পক্ষ থেকে বলা হয়েছে যে দীপাবলি উপলক্ষে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতার অনেক এলাকায় 5G পরিষেবা চালু করা হবে।
তাই প্রাথমিক পর্যায়ে 5G পরিষেবার বেশি গ্রাহক পাওয়া কঠিন বলে মনে করা হচ্ছে।
এই কারণে, আলাদাভাবে 5G প্ল্যান চালু করার পরিবর্তে, উভয় সংস্থাই তাদের বিদ্যমান প্ল্যানগুলিতে নির্বাচিত গ্রাহকদের 5G পরিষেবা দেওয়ার পরিকল্পনা করছে।
এই পরিস্থিতিতে কোম্পানিগুলি গ্রাহকদের একটি বার্তা পাঠিয়ে সরাসরি তাদের 4G সংযোগকে 5G-তে রূপান্তর করবে।