দীপাবলির মধ্যেই বদলে যেতে পারে পরিস্থিতি। দেশের চার মহানগরে শুরু হতে চলেছে ৫জি পরিষেবা।

ABP Ananda

যা নিয়ে কিছু প্রশ্ন জাগছে গ্রাহকদের মনে। ৪জি সিমেই কি পাবেন ৫জি সার্ভিস ?

ABP Ananda

সারা দেশে রিলায়েন্স জিও ও এয়ারটেলের বিপুল সংখ্যক ব্যবহারকারী রয়েছে। এই দুই সংস্থাই 5G পরিষেবা দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে।

ABP Ananda

Jio ও Airtel 5G সংযোগের জন্য বেশি টাকা চার্জ না করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানের 4-জি ট্যারিফে 5-G র আরও ভাল পরিষেবার সুবিধা নিতে পারবেন গ্রাহক।

জিও ও এয়ারটেলের পক্ষ থেকে বলা হয়েছে যে দীপাবলি উপলক্ষে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতার অনেক এলাকায় 5G পরিষেবা চালু করা হবে।

বর্তমানে দেশে 5G ফোনের সংখ্যা সীমিত। 5G হ্যান্ডসেটগুলির বেশিরভাগই নির্দিষ্ট স্পেকট্রাম ব্যান্ড সাপোর্ট করে না।

ABP Ananda

তাই প্রাথমিক পর্যায়ে 5G পরিষেবার বেশি গ্রাহক পাওয়া কঠিন বলে মনে করা হচ্ছে।

এই কারণে, আলাদাভাবে 5G প্ল্যান চালু করার পরিবর্তে, উভয় সংস্থাই তাদের বিদ্যমান প্ল্যানগুলিতে নির্বাচিত গ্রাহকদের 5G পরিষেবা দেওয়ার পরিকল্পনা করছে।

4G থেকে 5G পরিষেবাতে আপগ্রেড করার পরে সিম পরিবর্তন করতে হবে না। কেবল টেলিকম অপারেটরদের জানাতে হবে।

ABP Ananda

এই পরিস্থিতিতে কোম্পানিগুলি গ্রাহকদের একটি বার্তা পাঠিয়ে সরাসরি তাদের 4G সংযোগকে 5G-তে রূপান্তর করবে।