ট্যুইটারে হাজির হোয়াটসঅ্যাপ বাটন, কারা কী সুবিধা পাবেন, জেনে নিন।

ট্যুইটের নীচেই এই হোয়াটসঅ্যাপ আইকন দেখা যাবে।

এবার থেকে ট্যুইট সরাসরি হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে।

ভারতের ট্যুইটার ইউজাররা এই সুবিধা পাবেন।

অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যই কেবলমাত্র ট্যুইটারে নীচে যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ বাটন।

মাত্র একবার ট্যাপ করলেই হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা যে কাউকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ট্যুইট শেয়ার করা সম্ভব।

আগের মতো আর ট্যুইটের লিঙ্ক কপি করে তারপর শেয়ারের প্রয়োজন হবে না।

আইওএস ভার্সানে ভারতে কবে এই ফিচার চালু হবে তা জানা যায়নি।

ট্যুইটারের এই নতুন ফিচারের সাহায্যে অ্যান্ড্রয়েড ইউজারদের বেশ সুবিধা হবে।

সম্প্রতি ট্যুইটারে 'এডিট' অপশনও চালু হয়েছে।

Thanks for Reading. UP NEXT

৫ জি পরিষেবা নিতে কত টাকা বেশি লাগবে, পুরোনো সিমে হবে কাজ ?

View next story