এ কোন ভূমিকায় নোরা ফতেহি?
অতীতেও একাধিক বার নানা সাজে চমকে দিয়েছেন নোরা।
ফ্লোরাল শাড়ির সঙ্গে মানানসই সাজে ভক্তদের মুগ্ধ করেছেন তিনি।
বলি-তারকার এই রূপও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কখনও আবার গোলাপি শাড়িতে মুগ্ধ করেছেন সকলকে।
পরিপাটি সাজে যেন সম্পূর্ণ ভারতীয় নোরা।
কিন্তু একী, হঠাৎ হাতে ব্যাট কেন?
একটি রিয়ালিটি শো চলাকালীন তাঁকে ক্রিকেট-প্রশিক্ষণ দিচ্ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তনী মিতালী রাজ।
আসলে একটি সিনেমার প্রোমোশনে এসেছিলেন মিতালী। সেখানেই নোরার সঙ্গে দেখা।
সুযোগ পেয়ে মিতালীকে ছাড়েননি নোরা। শো চলাকালীন ক্রিকেটের টুকিটাকি শিখে নিয়েছেন।
সমস্ত দেখুন
বাচ্চাদের জল খাওয়ানোর সহজ উপায়
নতুন জীবনে ভগবন্ত
জানেন চকোলেট খেলে কী হয়?
দুবাইয়ে অদ্রিজা