দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন এমন কারও মন মজতে পারে আইফোনে। কিন্তু দুটির অপারেটিং সিস্টেম একদমই আলাদা। ফলে ব্যবহারও কিছু কিছু ক্ষেত্রে আলাদা। ফোন বদলের সময়ে সবচেয়ে বেশি মাথাব্যথা থাকে ডেটা ট্রান্সফার নিয়ে, বিশেষ করে হোয়াটসঅ্যাপ ডেটা। অ্যান্ড্রয়েড ফোন থেকে কীভাবে আইফোনে সহজেই হোয়াটসঅ্যাপ ডেটা ট্রান্সফার করবেন? প্রথমেই অ্যান্ড্রয়েড ফোনে 'Move to iOS' অ্যাপ ডাউনলোড করুন। তারপরে পরপর নির্দেশ দেখে আইফোনে দেখানো কোড এখানে দিন। এরপর অথেন্টিকেশন সম্পূর্ণ হলে, ডেটা ট্রান্সফার শুরু হবে। এরপর কী কী তথ্য নেবেন তার একটি তালিকা দেখাবে, সেখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে হবে। এবার অ্যান্ড্রয়েড ফোনে 'Start' ক্লিক করতে হবে। তথ্য় আইফোনে চলে গেলে, অ্যান্ড্রয়েডে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর আইফোনে ওই একই নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে 'Sign In' করতে হবে। এরপর পরপর নির্দেশ মেনে 'Start' ক্লিক করুন। পুরো প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর আগের ফোনের মতোই আপনার নতুন আইফোনে হোয়াটস্যাপের যাবতীয় তথ্য ও হিস্ট্রি পেয়ে যাবেন।