Image Source: Pexels

দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন এমন কারও মন মজতে পারে আইফোনে।

Image Source: Pexels

কিন্তু দুটির অপারেটিং সিস্টেম একদমই আলাদা। ফলে ব্যবহারও কিছু কিছু ক্ষেত্রে আলাদা।

Image Source: Pexels

ফোন বদলের সময়ে সবচেয়ে বেশি মাথাব্যথা থাকে ডেটা ট্রান্সফার নিয়ে, বিশেষ করে হোয়াটসঅ্যাপ ডেটা।

Image Source: Pexels

অ্যান্ড্রয়েড ফোন থেকে কীভাবে আইফোনে সহজেই হোয়াটসঅ্যাপ ডেটা ট্রান্সফার করবেন?

Image Source: Pexels

প্রথমেই অ্যান্ড্রয়েড ফোনে 'Move to iOS' অ্যাপ ডাউনলোড করুন। তারপরে পরপর নির্দেশ দেখে আইফোনে দেখানো কোড এখানে দিন।

Image Source: Pexels

এরপর অথেন্টিকেশন সম্পূর্ণ হলে, ডেটা ট্রান্সফার শুরু হবে।

Image Source: Pexels

এরপর কী কী তথ্য নেবেন তার একটি তালিকা দেখাবে, সেখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে হবে।

Image Source: Pexels

এবার অ্যান্ড্রয়েড ফোনে 'Start' ক্লিক করতে হবে। তথ্য় আইফোনে চলে গেলে, অ্যান্ড্রয়েডে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।

Image Source: Pexels

পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর আইফোনে ওই একই নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে 'Sign In' করতে হবে।

Image Source: Pexels

এরপর পরপর নির্দেশ মেনে 'Start' ক্লিক করুন। পুরো প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

Image Source: Pexels

এরপর আগের ফোনের মতোই আপনার নতুন আইফোনে হোয়াটস্যাপের যাবতীয় তথ্য ও হিস্ট্রি পেয়ে যাবেন।