ইমেল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কী কী করবেন, দেখে নিন একনজরে। যে ইমেল ব্যবহার করেন সেখানে স্প্যাম ফিল্টার ব্যবহার করতে পারেন। এই স্প্যাম ফিল্টারের মাধ্যমে আপত্তিকর ইমেল পৌঁছে যাবে স্প্যাম ফোল্ডারে। ইমেল সুরক্ষিত রাখতে ব্যবহার করতে পারেন স্ট্রং পাসওয়ার্ড। অর্থাৎ একটু জটিল ও সহজে বোঝা যাবে বা এমন সংকেত ব্যবহার করুন। টু-স্টেপ অথেনটিফিকেশন খুবই প্রয়োজন ইমেল সুরক্ষিত রাখার ক্ষেত্রে। এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ইউজাররা কোনও নির্ভরযোগ্য উপায়ে ইমেল অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। ইমেল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য ইমেল অ্যাপ আপডেট করা প্রয়োজন। যদি আপনার মেল অ্যাকাউন্টে স্প্যাম মেল আসতে থাকলে তাহলে সেখান থেকে বাঁচার জন্যেও উপায় আছে। এই পরিস্থিতিতে আপনি বার্নার বা থ্রো-অ্যাওয়ে মেল ব্যবহার করতে পারেন। এর ফলে মূল ইমেল অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।