আইফোনের ব্যাটারি ভাল রাখার জন্য বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। যেসব অ্যাপ ব্যবহার করলে প্রচুর পরিমাণ ব্যাটারি খরচ হয় সেই অ্যাপগুলি ফোন থেকে ডিলিট করুন। অতিরিক্ত তাপমাত্রার মধ্যে আইফোন না রাখাই ভাল। এর ফলে ব্যাটারি ভাল থাকবে। আইফোন চার্জ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। খুলে রাখুন ফোনের ব্যাক কভার। আইফোনের সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম সবসময় আপডেট রাখা প্রয়োজন। আইফোন চার্জে দিয়ে কখনই কথা বলবেন না। এর পাশাপাশি চার্জে দিয়ে আইফোন ব্যবহার করবেন না। বলা হয় সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করলে আইফোনের ব্যাটারি দ্রুত কমে যায়। সেলুলার নেটওয়ার্কের পরিবর্তে ওয়াই-ফাই ব্যবহার করলে আইফোনের ব্যাটারি দীর্ঘদিন ভাল থাকে। আইফোনের ক্ষেত্রে ব্যাটারি ভাল রাখার আর একটি উপায় হল ফোন থেকে অব্যবহৃত অ্যাপ ডিলিট করা। এই সহজ নিয়মগুলো মেনে চললে সহজেই আপনি আইফোনের ব্যাটারি অনেকদিন ভাল রাখতে পারবেন।