রিয়েলমি ওয়াচ ৩ প্রো লঞ্চ হতে চলেছে ভারতে। রিয়েলমি ওয়াচ ৩ ডিভাইসের আপগ্রেডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে এই স্মার্টওয়াচ। রিয়েলমি ওয়াচ ৩ প্রো স্মার্টওয়াচে একটি ১.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। আগামী ৬ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে রিয়েলমির এই স্মার্টওয়াচ লঞ্চ হবে ভারতে। রিয়েলমি- র টেকলাইফ ব্র্যান্ডের আওতায় রিয়েলমি ওয়াচ ৩ প্রো লঞ্চ হতে চলেছে ভারতে। একাধিক রঙে এই স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। ব্লুটুথ কলিং ফিচারও থাকার কথা রয়েছে এই স্মার্টওয়াচে। আয়তাকার বা চৌকো ডায়াল থাকতে পারে রিয়েলমি ওয়াচ ৩ প্রো স্মার্টওয়াচে। রিয়েলমির এই স্মার্টওয়াচে একটি AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। অনুমান, লঞ্চের পর রিয়েলমির ওয়েবসাইট থেকে রিয়েলমি ওয়াচ ৩ প্রো কেনা যাবে।