Image Source: Pexels

মেকআপ করার শখ যাঁদের রয়েছে, তাঁরা বেশ যত্ন করে গুছিয়েও রাখেন মেকআপের সরঞ্জাম।

Image Source: Pexels

তবে মেকআপের সরঞ্জাম শুধু গুছিয়ে রাখলেই হবে না। কীভাবে সেগুলো ভাল রাখবেন তাও জানতে হবে।

Image Source: Pexels

নিজের মেকআপ কিট কীভাবে ভাল রাখবেন তার কয়েকটি সহজ কৌশল শিখে নিন।

Image Source: Pexels

মেকআপ স্পঞ্জ ভালভাবে পরিষ্কার করে রাখা প্রয়োজন। তাহলে অনেকদিন ভাল থাকবে।

Image Source: Pexels

মেকআপ ব্রাশও ভাল করে পরিষ্কার করে শুকিয়ে রাখতে হবে। তাহলে সেগুলো টেকসই হবে।

Image Source: Pexels

মেকআপ সরঞ্জামের এক্সপায়ারি ডেট পার হলে তা কখনই ব্যবহার করবেন না।

Image Source: Pexels

অতিরিক্ত রোদ বা আর্দ্রতা থেকে মেকআপের সরঞ্জাম দূরে রাখা প্রয়োজন।

Image Source: Pexels

নিজের মেকআপের সরঞ্জামগুলো একটা ব্যাগের মধ্যে ভাল করে গুছিয়ে রাখা প্রয়োজন।

Image Source: Pexels

সাবধানে লিপস্টিক ও অন্যান্য মেকআপের সরঞ্জাম ব্যবহার করতে হবে যাতে ভেঙে না যায়।

Image Source: Pexels

পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মেকআপের সরঞ্জাম রাখা প্রয়োজন।