জন্মদিনে ভক্তদের সঙ্গেই সেলিব্রেশনে মাতলেন রণবীর কাপুর। সঙ্গে ছিলেন আলিয়া ভাটও। উজ্জ্বল হলুদ রঙের পোশাকে সবসময়ের মতোই নজর কেড়েছেন তিনি। জন্মদিনের ভক্তদের আবদার পূরণ করতেও দেখা গিয়েছে রণবীর কাপুরকে। গাড়ি থেকে হাত নেড়ে বেশ কয়েকজন ফ্যানের সঙ্গে সেলফি তুলেছেন অভিনেতা। ভক্তদের আনা কেকে কাটতেও দেখা গিয়েছে রণবীরকে। গোলাপি বাক্সে করে রণবীরের জন্য আনা হয়েছিল চকোলেট কেক। গাড়িতে বসেই সেই কেক কেটেছেন রণবীর কাপুর। আলিয়ার মতো রণবীরের পোশালও ছিল বেশ নজরকাড়া। নীল টি-শার্ট, জিনস, মাথায় উল্টো করে পরা নীল টুপি এবং চোখে কালো অ্যাভিয়েটর সানগ্লাস। ভক্তদের সঙ্গে কেক কেটে বেশ জমিয়ে জন্মদিন পালন করেছেন রণবীর কাপুর।