Image Source: Sara Ali Khan Instagram

বড়পর্দায় হাতেখড়ি 'কেদারনাথ' ছবিতে। তার পর আর ফিরে তাকাননি সইফ-কন্যা।

'অতরঙ্গি রে' ছবিতে তাঁর অভিনয় একাংশের নজর কেড়েছে। তবে শুধু অভিনয়েই নিজেকে আটকে রাখেননি সারা।

সোশ্যাল মিডিয়ায় নানা ছবিতে নানা 'অবতার'-এ দেখা যায় তাঁকে।

পশ্চিমি হোক বা আদ্যন্ত ভারতীয় সাজ, সবেতেই সমান সাবলীল সারা।

কখনও গ্ল্যামারস 'অনসম্বল' পোশাকে ভক্তদের চোখ ধাঁধিয়ে দিয়েছেন।

পোশাকের সঙ্গে মানানসই ছিল সাজ, এমনকী প্রসাধনও।

শাড়িতেও মোহময়ী লাগছিল তাঁকে। কমেন্ট সেকশনে নজর রাখলেই বোঝা যায় তাঁর জনপ্রিয়তা।

মণীশ মলহোত্রার এই সোনালি লেহঙ্গাতেও সকলকে মুগ্ধ করেছেন সইফ-কন্যা।

অভিনেত্রী হিসেবে তিনি যে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়িকা, সেটি তাঁর ফলোয়ার সংখ্যা থেকেই স্পষ্ট।

একসঙ্গে ৩টি ছবির কাজও সামলাচ্ছেন সারা। সব মিলিয়ে জমজমাট কেরিয়ার।