Image Source: MIRA KAPOOR INSTAGRAM, SHAHID KAPOOR INSTAGRAM

সস্ত্রীক ছুটি কাটাতে গিয়েছেন শাহিদ কাপুর। তাও আবার স্বর্গসুন্দর সৈকতে।

সেখান থেকে ছবি না দিলে ভক্তদের আশাপূরণ হয় কী ভাবে?

কাজের চাপ কিছু কম নেই কর্তা-গিন্নির। তার উপর সন্তানদের দেখভাল। তবে তার মধ্যেই ছুটি কাটানোর সময় বের করে নেন।

শাহিদ-মীরার ছুটির ছবি মানেই চোখধাঁধানো দৃশ্য, সঙ্গে গ্ল্যামারের ছটা। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সৈকত-সফর থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন শাহিদ-ঘরণী।

তাঁর সেই গ্ল্যামারাস ছবির সঙ্গে ক্যাপশন, 'সল্টি হেয়ার, স্যান্ডি স্কিন।'

নরম রোদের আমেজেও মাঝেমধ্যেই ছবি দিতে দেখা যায় মীরাকে।

তার আগেই অবশ্য পুলসাইডে নিজের ছবি পোস্ট করেছিলেন শাহিদ। সঙ্গে ক্যাপশন, 'শেয়ারিং মাই প্রোফাইল'।

২০১৫ সালে বিয়ে করেন শাহিদ ও মীরা। তাঁদের দুই সন্তান, মিশা ও জৈন।

বড়পর্দায় শেষ বার 'জার্সি' ছবিতে দেখা গিয়েছে শাহিদকে। এর পর সম্ভবত অনিস বাজমি-র ছবিতে অভিনয় করবেন তিনি।