নিজের শর্তে বেঁচে থাকতে চাওয়া চার মেয়ের জীবনের কাহিনি 'ফোর মোর শর্টস' সিরিজের মূল বিষয়। অ্য়ামাজন প্রাইমের এই সিরিজে বেশ পছন্দ করেছিল দর্শক। হুমা কুরেশি অভিনীত'তরলা' একটি অনুপ্রেরণামূলক ছবি। এটি যে কোনও বয়েসের মহিলাকে জীবনের কিছু করার তাড়নাকে উদ্বুদ্ধ করে। । জি ফাইভে মুক্তি পেয়েছে এই ছবিটি। যা ইতিমধ্য়েই বেশ পছন্দ করেছে দর্শক। আলিয়া ভট্ট, শেফালি শাহ ও বিজয় ভার্মা অভিনীত 'ডার্লিংস' মুক্তির পরই সমাদৃত হয়েছিল দর্শকমহলে। এই ছবি সামাজিক সমস্য়াকে তুলে ধরেছিল। প্রেম ও প্রতিশোধের এই ছবি মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে। দর্শক ও সমালোচক মহলে প্রশংসিত হয়েছিল এই ছবি। কঙ্গনা রানাউতের ফিল্মি ক্য়ারিয়ারে অন্য়তম সেরা ছবি 'কুইন'। এক সাধারণ মধ্য়বিত্ত ঘরের মেয়ের স্বাবলম্বী হয়ে ওঠাই গল্পই এই ছবির মূল বিষয়। গোটা ছবি জুড়ে নারীত্বের উদযাপন হয়েছে এই গল্পে। কঙ্গনার পাশাপাশি এই ছবিতে দেখা গেছিল রাজকুমার রাওকেও। মাসাবা গুপ্তা অভিনীত 'মাসাবা মাসাবা' নেটফ্লিক্সের অন্য়তম হিট সিরিজ। 'মাসাবা মাসাবা'-র দুটি সিজনে অভিনয় করেছেন নীনা গুপ্তাও। হাস্য়রসের মোড়কে এই সিরিজে তুলে ধরা হয়েছে জীবনের নানান উত্থান পতন।