২১ জুলাই প্রাইম ভিডিওয় প্রায় ২০০ দেশ জুড়ে মুক্তি পাচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত ছবি 'বাওয়াল'। এই ছবি মুক্তি পাবে অনলাইনে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। ছবির ট্রেলার মুক্তি পায় দুবাইয়ে। তবে অনুরাগীদের থেকে বারবার অনুরোধ আসতে থাকে ছবির স্ক্রিনিংয়ের। তাই অনলাইনে ছবির মুক্তির আগেই এক বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেন যেখানে উপস্থিত থাকার সুযোগ পান শতখানেক সৌভাগ্যবান অনুরাগী। ছবি চলাকালীন মুহুর্মুহু শিসের আওয়াজ, হাততালি, চিৎকারের শব্দে ভরে ওঠে প্রেক্ষাগৃহ। যা সময়ের সঙ্গে সঙ্গে কেবল বেড়েছে। কিন্তু সেই আওয়াজ একেবারে চরমে পৌঁছয় যখন আচমকাই প্রেক্ষাগৃহে অনুরাগীদের সারপ্রাইজ দিতে হাজির হন বরুণ ধবন ও জাহ্নবী কপূর। ছবির শেষে হাজির হন তাঁরা। অনুরাগীদের সঙ্গে কথা বলেন, উত্তর দেন তাঁদের হাজারো প্রশ্নের, ছবি তোলেন, জড়িয়ে ধরেন অনুরাগীদের, মিশে যান ভিড়ে। সেই সময় অবশ্য অনুরাগীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, চিৎকারে কান পাতা দায় হয়ে ওঠে একপ্রকার। বরুণ ধবন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই স্ক্রিনিংয়ের মুহূর্ত পোস্ট করেন। তিনি লেখেন, ''বাওয়াল' ছবির প্রথম ফ্যান স্ক্রিনিং। সাজিন নাদিয়াদওয়ালার সংস্থার সঙ্গে অশ্বিনী আইয়ার তিওয়ারি ও নীতেশ তিওয়ারির সংস্থা 'আর্থস্কাই পিকচার্স'-এর যৌথ প্রযোজনা 'বাওয়াল' এক প্রেম কাহিনি।