ভাদ্রমাসের কৃষ্ণা অষ্টমীতে দেবকীর অষ্টম গর্ভে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ



বিষ্ণুর নবম অবতার, দ্বাপরে কৃষ্ণ অবতারে ধরাধামে এসেছিলেন শ্রী বিষ্ণু।



এ বছর জন্মাষ্টমী তিথির বিস্তার ২ দিন ধরে। তাই ভক্তদের মনে সংশয় কবে তাঁরা রাখবেন জন্মাষ্টমীর উপোস



পঞ্জিকা অনুসারে ৬ ও ৭ সেপ্টেম্বর পড়েছে জন্মাষ্টমী তিথি।



ভাদ্র মাসের কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর (6 September 2023 ) বিকাল ৩টে ৩৭ মিনিটে।



অষ্টমী তিথি শেষ হবে ৭ সেপ্টেম্বর ( 7 September 2023 ) বিকেল ৪.১৪য়।



রাত্রি বারোটায় রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। ৬ সেপ্টেম্বর গৃহস্থরা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন।



মধ্যরাতে পুজোর শুভক্ষণ শুরু হবে রাত ১২ টা ২০ তে। ইংরিজি মতে ৭ সেপ্টেম্বরই পড়ছে।



অষ্টমী তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর দুপুর ৩ টে ৩৭ থেকে, শেষ হবে ৭ সেপ্টেম্বর বিকেল ৪ টে ১৪ য়।