কুরুক্ষেত্রের যুদ্ধে অনুতপ্ত, ব্যাকুল অশ্রুসিক্ত হয়ে পড়েন অর্জুন

সেই সময় বিষাদ দূর করার জন্য গীতার জ্ঞান দেন দেন সারথি শ্রীকৃষ্ণ

চাওয়া-পাওয়া, অহংকার ত্যাগ করে নিজের কর্ম করাই মানুষের কর্তব্য

কর্মই জীবনের উদ্দেশ্য জয়-পরাজয় না ভেবে কর্ম করে চলতে হবে

জয়-পরাজয় না ভেবে কর্ম করতে হবে পরাজয় বা লক্ষ্যপূরণ না হলে ভেঙে পড়লে হবে না

কর্মফল কারও হাতে নেই ফলের চিন্তা না করেই কাজ করতে হবে

স্মরণ করতে হবে ঈশ্বরকে গীতার প্রতিটা ছত্রে সেই শিক্ষা দিয়েছেন শ্রীকৃষ্ণ

Thanks for Reading. UP NEXT

'এখানেই আমার প্রতিষ্ঠা হোক', স্বপ্নাদেশ দিয়েছিলেন মহাদেব

View next story