ভারতবর্ষের যে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটি হল তারকেশ্বর মন্দির পুরাণে বলা হয় ভারামল্ল স্বপ্ন দেখলেন, স্বয়ং শিব তাঁকে জানাচ্ছেন যে, তিনি তারকেশ্বর শিব তাঁকে তাড়পুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই তাঁকে প্রতিষ্ঠা করা হোক এই তাড়পুরের নামই বাবা তারকনাথের নামে পরে নাম হয় তারকেশ্বর মুকুন্দ ঘোষকে শিবের সেবা পুজো করবার ভার অর্পণ করা হয় পরবর্তীতে মায়াগিরির হাতেই মঠের দায়িত্বভার তুলে দেয় রাজা ভারামল্ল এই হল তারকেশ্বর শৈবতীর্থের প্রতিষ্ঠার ইতিহাস ও পুরাণের মিশ্রিত কাহিনী