বড়দের অর্থাৎ প্রাপ্তবয়স্কদের তুলনায় বাচ্চাদের ত্বক একটু বেশি সেনসিটিভ হয়। তাই বাচ্চাদের জন্য সানস্ক্রিন কেনার সময় বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন। বাচ্চাদের জন্য সানস্ক্রিন কেনার সময় কী কী বিষয় মাথায় রাখবেন, কতটা সতর্ক থাকবেন দেখে নিন। ভাল ব্র্যান্ডের সানস্ক্রিন কেনা সবসময়েই জরুরি। তাই এ ব্যাপারে কোনও আপোস করবেন না। বাচ্চাদের জন্য মূলত ক্রিম বেসড সানস্ক্রিন কেনা ভাল। সানস্ক্রিন যখন কিনবেন তখন অতি অবশ্যই এসপিএফের মাত্রা ভাল করে দেখে নিন। সানস্ক্রিন যেন ওয়াটার এবং সোয়েট প্রুফ হয় সেদিকে খেয়াল রাখা দরকার। সানস্ক্রিনের মধ্যে কী কী উপকরণ রয়েছে, সেগুলো ভাল করে খুঁটিয়ে দেখে নিন। আপনার সন্তানের ত্বক খুব অয়েলি হলে ওয়াটার বেসড সানস্ক্রিন কিনতে পারেন। একটু বেশি এসপিএফ যুক্ত সানস্ক্রিন কেনাই বাচ্চাদের জন্য ভাল।