বড় ঠাকুর বা শনিদেবের কৃপা দৃষ্টি সকলেই লাভ করতে চান শনিবার দিন করে বারের পুজো করে থাকেন অনেকেই এর জন্য শনিদেবকে তুষ্ট রাখা খুবই জরুরি শনিদেবের পুজোর তাই কিছু নিয়ম রয়েছে তিল দান করতে পারেন, শনিদেব এতে খুবই প্রসন্ন হন এতে সর্বদা শনিদেবের কৃপাদৃষ্টি থাকবে শনিদেবকে প্রসন্ন করার জন্য কালো রঙের বস্তু দান করতে পারেন শনিবারে কালো পোশাকও পরতে পারেন শনিবার করে কাজল দান করতে পারেন শনি-রাহু উভয়ের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যেতে পারে শনিদেব নীল রঙের ফুল খুব পছন্দ করেন তাই হয় অপর্ণ করুন বা নিজের কাছে শনিবার নীল ফুল রাখতে পারেন এর জেরে আপনার জীবন থেকে যাবতীয়, বাধা-বিপত্তি দূর হবে আপনার ওপর শনিদেবের কৃপাদৃষ্টিও বজায় থাকবে