Image Source: PIXABAY

রাত পোহালেই 'রোজ ডে', শুরু হয়ে যাচ্ছে ভ্যালেন্টাইন সপ্তাহ। রং ভেদে গোলাপের অর্থ এক এক রকম।

যেমন ধরা যাক ল্যাভেন্ডার রোজ। প্রথমদর্শনে কারও প্রেমে পড়লে সেই বার্তা পৌঁছে দিতে এই রংয়ের গোলাপই যথেষ্ট।

লাল গোলাপের অর্থ মোটামুটি জানা। সাধারণত এই রং ভালোবাসার মানুষের জন্যই তোলা।

তবে শুভেচ্ছা ও অভিবাদন জানাতেও এই রংয়ের গোলাপ অতুলনীয়।

তা ছাড়া রয়েছে কমলা গোলাপ। মূলত 'প্যাশন' ও 'ডিজায়ার' বোঝাতেই এই গোলাপের আদানপ্রদান হয়ে থাকে।

অর্থাৎ পরিস্থিতি বুঝে গোলাপের রং বেছে নেওয়া অত্যন্ত জরুরি, মনে করেন অনেকেই।

ধরুন আপনি কাউকে 'পিঙ্ক রোজ' দিলেন। তারও অর্থ স্পষ্ট, আপনি তাঁর প্রশংসা করতে চাইছেন।

হলুদ গোলাপের অর্থ আবার আজীবনের বন্ধুত্ব।

এমনিতে প্রত্যেক রংয়েরই মানুষের জীবনে ও মনে এক এক রকম দ্যোতনা রয়েছে।

তবে তা যদি গোলাপের রং হয়, তা হলে সেই দ্যোতনা অন্য মাত্রা পেয়ে যায়।