Image Source: PIXABAY

অফিস মানেই ডেডলাইন, বিপুল কাজের চাপ। সপ্তাহান্তেও ছুটি নেই।

দিনের পর দিন সেই চাপ সামলাচ্ছেন, কিন্তু তার পরও মনে হচ্ছে আপনার প্রাপ্য পাচ্ছেন না?

হতে পারে, যতটা কাজ আপনি করছেন তার কথা ঠিকঠাক ভাবে আপনার কর্তৃপক্ষের কাছে পৌঁছচ্ছে না।

সেক্ষেত্রে কাজের পাশাপাশি এই বার্তাটি পৌঁছে দেওয়ার উপায়?

প্রথমত, আপনি যে নতুন কোনও দায়িত্ব নিতে তৈরি সেটা বুঝিয়ে দিন।

পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা যে আপনার রয়েছে, এটাও বোঝান।

যে কোনও ফিল্ডে এখন 'স্পেশালাইজড স্কিল'-র চাহিদা তুঙ্গে। ফলে কাজের কোনও নির্দিষ্ট দিক দুরন্ত রপ্ত করার চেষ্টা করুন।

চাকরির সবটা সম্পর্কে জেনে নেওয়া দরকার, কিন্তু একটি নির্দিষ্ট ক্ষেত্রে নিজেকে দক্ষ করে তুলুন।

বিপুল চাপের মুখে আপনি কী আচরণ করছেন, কী ভাবে পরিস্থিতি সামলাচ্ছেন সেটিও বিবেচ্য।

সহজ কথায় এর নাম 'সফট স্কিল'। সাফল্যের সিঁড়ি চড়তে হলে নজর দিতে হবে 'সফট স্কিল'-এও।