ঘড়ির কাঁটা বাম দিক থেকে ডান দিকে ঘোরে কেন জানেন?

ভেবে দেখেছেন কখনও? কেন এই নিয়ম?

সূর্যঘড়ির দণ্ডের ছায়ার দৈর্ঘ্যে ও অবস্থানের উপর নির্ভর করে সময় গুনতেন পুরনো যুগের মানুষ

ভৌগোলিক নিয়মেই সূর্য হেলে থাকে দক্ষিণ আকাশে সেই চলন অনুযায়ীই নির্ধারিত হত সময়

সূর্যঘড়ির কাঁটা বাম দিক থেকে ডান দিকে যেত

সূর্যঘড়ি অবলুপ্ত হলেও এখনও সেই নিয়মেই চলছে আধুনিক যুগের ঘড়িও

তবে সূর্যঘড়ি না মেনে যদি অন্য নিয়ম হত তাহলে কী হত বলা মুসকিল