বিশ্বজুড়ে আজ ২৫ অক্টোবর আচমকাই স্তব্ধ হয়েছিল হোয়াটসঅ্যাপ পরিষেবা। সমস্যার সম্মুখীন হয়েছিলেন হোয়াটসঅ্যাপের ভারতীয় ইউজাররাও। দিল্লি, মুম্বই, কলকাতা, লখনউ- সহ ভারতের একাধিক শহরে বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ। মেসেজ পাঠানো বা মেসেজ রিসিভ করা, কোনওকিছুই করতে পারছিলেন না ইউজাররা। দীর্ঘক্ষণ দেড় ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ সার্ভিস। জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে কেন এই সমস্যা দেখা দিয়েছিল তা জানা যায়নি। হোয়াটসঅ্যাপে সমস্যা শুরুর পরই তার সুরাহা করতে তৎপর হয় মেটা কর্তৃপক্ষ। প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিট পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে হোয়াটসঅ্যাপের পরিষেবা। হঠাৎ করেই বিশ্বের বিভিন্ন প্রান্তে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন হন কোটি কোটি গ্রাহক। তবে আপাতত স্বস্তি পেয়েছেন ইউজাররা। স্বাভাবিক হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা।