Image Source: Pexels

মেকআপ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্রাশের ভূমিকা গুরুত্বপূর্ণ।

Image Source: Pexels

এক এক ধরনের মেকআপ করতে এক এক ধরনের ব্রাশ প্রয়োজন হয়।

Image Source: Pexels

অর্থাৎ মুখ বা অন্যান্য অংশে মেকআপ করার জন্য ভিন্ন রকমের ব্রাশের দরকার হয়।

Image Source: Pexels

এইসব মেকআপ ব্রাশ যত্ন করে এবং পরিষ্কার না রাখলে তা বেশিদিন টিকবে না।

Image Source: Pexels

তাই মেকআপ ব্রাশের সঠিক ভাবে যত্ন প্রয়োজন। সবার আগে দরকার ব্রাশ ভালভাবে পরিষ্কার করা।

Image Source: Pexels

কোনওভাবে ব্রাশে মেকআপ লেগে থাকলে পরের বার ওই ব্রাশ ব্যবহারের সময় সমস্যায় পড়তে পারেন।

Image Source: Pexels

যাঁরা নিয়মিত ভাবে মেকআপ করেন তাঁরা অন্তত দু'সপ্তাহে একবার করে মেকআপ ব্রাশ পরিষ্কার করতে পারলে ভাল।

Image Source: Pexels

হাল্কা গরম জল আর শ্যাম্পু দিয়ে মেকআপ ব্রাশ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।

Image Source: Pexels

আলতো হাতে মেকআপ ব্রাশের উপরের অংশ থেকে মেকআপ তুলে ফেলতে হবে।

Image Source: Pexels

মেকআপ উঠে গেলে সেই ব্রাশ পরিষ্কার ঠান্ডা জলে ধুয়ে যত্ন করে মুছে রাখতে হবে।