মেকআপ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্রাশের ভূমিকা গুরুত্বপূর্ণ। এক এক ধরনের মেকআপ করতে এক এক ধরনের ব্রাশ প্রয়োজন হয়। অর্থাৎ মুখ বা অন্যান্য অংশে মেকআপ করার জন্য ভিন্ন রকমের ব্রাশের দরকার হয়। এইসব মেকআপ ব্রাশ যত্ন করে এবং পরিষ্কার না রাখলে তা বেশিদিন টিকবে না। তাই মেকআপ ব্রাশের সঠিক ভাবে যত্ন প্রয়োজন। সবার আগে দরকার ব্রাশ ভালভাবে পরিষ্কার করা। কোনওভাবে ব্রাশে মেকআপ লেগে থাকলে পরের বার ওই ব্রাশ ব্যবহারের সময় সমস্যায় পড়তে পারেন। যাঁরা নিয়মিত ভাবে মেকআপ করেন তাঁরা অন্তত দু'সপ্তাহে একবার করে মেকআপ ব্রাশ পরিষ্কার করতে পারলে ভাল। হাল্কা গরম জল আর শ্যাম্পু দিয়ে মেকআপ ব্রাশ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আলতো হাতে মেকআপ ব্রাশের উপরের অংশ থেকে মেকআপ তুলে ফেলতে হবে। মেকআপ উঠে গেলে সেই ব্রাশ পরিষ্কার ঠান্ডা জলে ধুয়ে যত্ন করে মুছে রাখতে হবে।