Image Source: pixabay

মানবদেহের বড় অংশই জল। শরীর সচল রাখলে খাবারের থেকেও বেশি প্রয়োজন পানীয়।

Image Source: pixabay

শুধু হাইড্রেট করাই নয়, শরীরের তাপমাত্রা ঠিক রাখতেও প্রয়োজন জলের।

Image Source: pixabay

যতই প্রয়োজন হোক। পরিমিত মাত্রার চেয়ে বেশি কোনও কিছু খাওয়াই ভাল নয়। জলও তার বাইরে নয়।

Image Source: pixabay

সারাদিনে ঠিক কতটা পরিমাণ জল খাওয়া ভাল? প্রায় সবার মনেই রয়েছে এই প্রশ্ন।

Image Source: pixabay

শরীরের ওজন, কাজের ধরন এসবের উপর জল খাওয়ার পরিমাণ নির্ভর করে।

Image Source: pixabay

শিশু থেকে বয়স্ক, বিভিন্ন বয়সের ক্ষেত্রে প্রয়োজনীয় জলের পরিমাণ আলাদা আলাদা হয়।

Image Source: pixabay

বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত জল খেলে হজমপ্রক্রিয়া কমতে পারে। ভারসাম্য বজায় রাখা খুব জরুরি।

Image Source: pixabay

কিডনি সংক্রান্ত সমস্য়া থাকলে ডাক্তারের বেঁধে দেওয়া পরিমাণের এক ফোঁটা বেশি জল খাওয়াও বিপজ্জনক।

Image Source: pixabay

অনেকের গরম জল খাওয়ার অভ্যাস রয়েছে। টানা গরম জল খেলে কোষ্ঠকাঠিন্যেরও ঝুঁকি থাকে।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।