সামনেই ছবির মুক্তি। তার আগে প্রচার উপলক্ষ্যে মুম্বইয়েই একটি অনুষ্ঠানে বিজয় দেবেরাকোন্ডা। প্রচারে এসেছিলেন অনন্যা পান্ডেও। লোকেশনে দেখা গেল কৌতুকাভিনেতা ভারতীকেও। নীল ড্রেসে দুরন্ত লাগছিল 'লাইগার'-র নায়িকাকে। পাল্লা দিয়ে সেজেছিলেন বিজয় দেবেরাকোণ্ডা। 'লাইগার' ছবির গান 'অকড়ি-পকড়ি' এর মধ্যেই দুরন্ত সাড়া পেয়েছে। পর্দায় বিজয়-অনন্যার রসায়নও এর মধ্যেই 'টক অফ দ্য নেশন'। ছবির মুক্তির প্রচারে দেখা গেল ভাগ্যশ্রীকেও। 'অর্জুন রেড্ডি'-র ছবির সৌজন্যে দক্ষিণী ছবির জগতে তুমুল জনপ্রিয় বিজয়। 'লাইগার'-এ কী করবেন তিনি? কী পারফরম্যান্স থাকবে অনন্যার? তাকিয়ে ভক্তকূল।