ম্যায় খিলাড়ি তু আনাড়ি: ১৯৯৪ সালের ছবি। সমীর মলকান পরিচালিত ছবিতে সেফের সঙ্গে অক্ষয় কুমার, শিল্পা শেট্টি অভিনয় করেন। ইয়ে দিললগি: ১৯৯৪ সালে মুক্তি পায় এই ছবি। নরেশ মলহোত্র পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন সেফ, কাজল, অক্ষয় কুমার। ককটেল: ২০১২ সালে ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে এই ছবি মুক্তি পায়। দীপিকা পাড়ুকোন, ডায়না পেন্টি ছিলেন। লভ আজ কাল: ২০০৯ সালের ইমতিয়াজ আলির ছবি। দীপিকা পাড়ুকোনের সঙ্গে এই ছবি দুর্দান্ত ব্যবসা করে। দিল চাহতা হ্যায়: ২০০১ সালে মুক্তি পায় তিন বন্ধুর ছবি। ফারহান আখতার পরিচালিত এই ছবিতে ছিলেন আমির খান, অক্ষয় খান্না। পরিণীতা: ২০০৫ সালে মুক্তি পায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্য়াস অবলম্বনে ছবিটি। সেফের সঙ্গে ছিলেন বিদ্যা বালান। লভ আজ কাল: ২০০৯ সালের ইমতিয়াজ আলির ছবি। দীপিকা পাড়ুকোনের সঙ্গে এই ছবি দুর্দান্ত ব্যবসা করে। কল হো না হো: ২০০৩ সালে মুক্তি পায় রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবি। সেফের সঙ্গে শাহরুখ ও প্রীতি জিন্টা অভিনয় করেন। ওমকারা: শেক্সপিয়রের জনপ্রিয় নাটক 'ওথেলো' অবলম্বনে তৈরি রাজনৈতিক ড্রামা ঘরানার ছবি। মুক্তি ২০০৬ সালে।