৫২ বছর পূরণ করলেন সেফ আলি খান। পরিবারের প্রিয় সদস্যকে শুভেচ্ছায় ভরালেন সকলে। স্বামীকে মজার ছবিতে জন্মদিনে শুভেচ্ছা জানালেন বেবো। করিনা লেখেন, 'পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষকে শুভ জন্মদিন'। বিভিন্ন বয়সের তিনখানা ছবি পোস্ট করে বাবাকে শুভেচ্ছা জানালেন সারা আলি খান। ক্যাপশনে লিখলেন, 'শুভ জন্মদিন আব্বা জান।' 'আমি সবসময় তোমার প্রথম অধ্যায় থাকব।' এদিন দাদার জন্মদিন উপলক্ষ্যে একগুচ্ছ ছবি পোস্ট করেন সাবা পটৌডি। বিভিন্ন মুডে, বিভিন্ন পোজে তাঁদের ছবি। সঙ্গে দেখা মিলল বাড়ির অন্যান্য সদস্যদেরও। লিখলেন, 'শুভ জন্মদিন ভাই। অনেক ভালবাসা। আজকের জন্য এবং সবসময়ের জন্য।' সেফ আলি খানকে এরপর দেখা যাবে হৃত্বিক রোশনের সঙ্গে 'বিক্রম বেদা' ছবিতে।