ভারতে ভিভো ভি২৭ সিরিজ লঞ্চ হতে চলেছে পয়লা মার্চ। এই স্মার্টফোন সিরিজে ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই ফোন লঞ্চ হবে। এই দুই স্মার্টফোনে থাকবে 3D কার্ভড স্ক্রিন, তার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ভিভো ভি২৭ সিরিজের ফোনের মূল আকর্ষণ হতে চলেছে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল। অর্থাৎ ফোনের পিছনের অংশ বা রেয়ার প্যানেলের রঙ পরিবর্তন হবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে ভিভো ভি২৭ এবং ভিভো ভি২৭ প্রো- এই দুই ফোন কেনা যাবে। অনুমান করা হচ্ছে, ভিভো ভি২৭ ফোনের দাম শুরু হতে পারে ৩৫ হাজার টাকার আশপাশে। অন্যদিকে ভিভো ভি২৭ প্রো ফোনের দাম শুরু হতে পারে ৪০ হাজার টাকার আশপাশে। ভিভো ভি২৭ ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর। অন্যদিকে ভিভো ভি২৭ প্রো ফোনে থাকবে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর।