ডিজিটাল-নির্ভর জীবন

বর্তমান যুগে অনেকেরই দিনের অধিকাংশ সময় কাটে ডিজিটালি। তা সে মোবাইল নির্ভর হোক বা কম্পিউটার-ল্যাপটাপ বা অন্য কিছু।

জীবনের প্রায় সর্বত্র ডিজিটাল-পরিষেবা বাড়ি থেকেই কাজ করুন বা কর্মক্ষেত্রে কারও সঙ্গে যোগাযোগ বা সন্তানদের দেখভাল-সর্বত্রই হাতে কোনও কোনও ডিজিটাইল ডিভাইস থেকে যাচ্ছে।

ডিজিটাল-নির্ভর জীবন থেকে বেরোতে চান অত্যধিক ডিজিটাল নির্ভর হয়ে পড়ছেন তা আপনিও বুঝছেন। কিন্তু, বেরিয়ে আসতে পারছেন না। কী করে ডিজিটাল-নির্ভরতা কাটাবেন ?

ডিজেবল নোটিফিকেশন

পুশ নোটিফিকেশনগুলি ডিজেবল করে রাখুন। তাতে ক্রমাগত বিভ্রান্ত হতে হবে না এবং আরও মনোযোগী হয়ে কাজ করতে পারবেন।

ডেস্কটপ সংগঠিত করুন ডেস্কটপে অতিরিক্ত ফাইল-ফোল্ডার জমা করা এড়িয়ে যান। যতটা সম্ভব কম ফোল্ডার রাখুন ডেস্কটপে।

পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন

প্রত্যেক অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড মনে করা কঠিন। ডিজিটাল জীবন সহজতর করে তোলার জন্য পাসওয়ার্ড ম্যানেজার অন্যতম হাতিয়ার।

ফোনে বেশি অ্যাপ রাখবেন না

গবেষণায় দেখা গেছে, আমাদের ফোনে একশোর বেশি অ্যাপ থাকা সত্ত্বেও, আমরা কেবলমাত্র কয়েকটিই বারবার ব্যবহার করি। কাজেই, অপ্রয়োজনীয়গুলি ডিলিট করে দিন।

স্টোরেজ সমস্যার সমাধান

আবার ডিজিটাল প্রয়োজনও এড়ানো যায় না। ফোনের স্টোরেজের বিষয়ে প্রথম থেকে নজর দিন। অন্যথা নতুন ফটো, ভিডিও নিতে পারবেন না বা প্রয়োজনে অ্যাপও নামাতে পারবেন না।

অপ্রয়োজনীয় ওয়েব-সার্ফিং এড়ান

www. -তে ঢুকে আমরা অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলছি। একটা নিউজ পড়তে ঢুকে একের পর এক জায়গায় ঢুকে পড়ছি। এক্ষেত্রে সময় বেঁধে নিতে হবে।

ই-মেল আর্কাইভ করুন ডিজিটাল জীবন আরও সহজ করে তোলার অন্যতম উপায়- ই-মেল আর্কাইভ করা।