এবার থেকে পোস্ট অফিস থেকেই পাবেন NEFT, RTGS-এর সুবিধা। ৩১ মে থেকে এই নতুন পরিষেবা শুরু করছে ইন্ডিয়া পোস্ট।
বর্তমানে পরীক্ষামূলকভাবে চলছে এই পরিষেবার কাজ।
RTGS হল রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট, যা একটি রিয়েল-টাইম ফান্ড ট্রান্সফার সেটেলমেন্ট সিস্টেমে মাধ্যমে কার্যকর হয়।
যেখানে কোনও ব্যক্তি আলাদাভাবে ফান্ড ট্রান্সফারের সুযোগ পান। আরটিজিএস লেনদেনের সুবিধাও বছরের 365 দিন, চব্বিশ ঘন্টা পাওয়া যায়।
এ ছাড়াও ২ লক্ষ টাকার বেশি লেনদেনের জন্য গ্রাহককে ২৫ টাকার সঙ্গে জিএসটি দিতে হবে।
আর কয়েকদিনের মধ্যেই পোস্ট অফিস থেকে পাবেন এই পরিষেবা।