হোয়াটসঅ্যাপ ওয়েবে ইউজারদের সুবিধায় নতুন ফিচার চালু হতে চলেছে। ফোনে হোয়াটসঅ্যাপ কল হিস্ট্রি দেখতে পান ইউজাররা। এবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানেও চালু হতে চলেছে এই সুবিধা। ইতিমধ্যেই বিটা টেস্টাররা একটি নতুন ট্যাব দেখতে পেয়েছেন। সেখান থেকেই দেখা যাবে কল হিস্ট্রি। ইউজারদের সুবিধায় হামেশাই নিত্যনতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ সংস্থা। এবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে তাই যুক্ত হতে চলেছে নতুন ট্যাব যার মাধ্যমে দেখা যাবে হোয়াটসঅ্যাপ কলের হিস্ট্রি। এই ফিচার চালু হয়ে গেলে কোন ইউজার আপনাকে কবে হোয়াটসঅ্যাপে ফোন করেছিলেন তা আপনি জানতে পারবেন। সম্প্রতি হোয়াটসঅ্যাপে চালু হয়েছে 'পোল' ফিচার। এর মাধ্যমে কোনও ব্যাপারে আলোচনা করে ভোট দিতে পারবেন আপনি। একটি পোলের জন্য হোয়াটসঅ্যাপে ১২টি অপশন রাখতে পারবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপে কমিউনিটি ফিচারও চালু হয়েছে। এর মাধ্যমে একই জায়গায় অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে।