Image Source: Pexels

সারাবছরই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। নাহলে দেখা দিতে পারে নানা সমস্যা।

Image Source: Pexels

তবে শীতের মরসুমে বা শীত আসার আগে থেকে ত্বকের একটু বেশি খেয়াল রাখা প্রয়োজন।

Image Source: Pexels

প্রতিদিন নিয়ম করে নিজের জন্য ১০ থেকে ১৫ মিনিট সময় ব্যয় করলেই শীতেও আপনার ত্বক থাকবে মোলায়েম ও উজ্জ্বল।

Image Source: Pexels

এবার জেনে নেওয়া যাক শীত শুরুর আগে থেকে ঠিক কীভাবে ত্বকের যত্ন নিলে উপকার পাওয়া যাবে।

Image Source: Pexels

সবার আগে ত্বক ময়শ্চারাইজড রাখা প্রয়োজন। তার জন্য নিয়মিত ক্রিম ম্যাসাজ করতে হবে।

Image Source: Pexels

শুধু মুখে ক্রিম লাগালেই হবে না। প্রয়োজন রয়েছে বডি লোশনের ব্যবহারেরও।

Image Source: Pexels

ত্বক মোলায়েম এবং উজ্জ্বল রাখতে ব্যবহার করতে পারেন সিরাম।

Image Source: Pexels

নিয়মিত ভাবে ত্বক পরিষ্কার রাখা প্রয়োজন। এক্ষেত্রে ক্রিম বা জেল বেসড ফেসওয়াশ ব্যবহার করুন।

Image Source: Pexels

স্ক্রাব করলে ব্যবহার করতে পারেন ঘরয়া পদ্ধতিতে তৈরি ফেসস্ক্রাব।

Image Source: Pexels

ফেস স্ক্রাবিংয়ের পর অতি অবশ্যই ভাল করে ক্রিম ম্যাসাজ করা প্রয়োজন।